২৮ ঘণ্টার ব্যবধানে মোংলা বন্দরে আবারও জাহাজডুবির ঘটনা ঘটেছে। পা𒀰থর নিয়ে মোংলা বন্দরের দুবলারচরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে লাইটার জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার (৯ অক্টোবর) ভোররাতে ত��লা ফেটে ডুবে য🦋ায় জাহাজটি। এ সময় জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
এর আগে শুক্রবার (৮ অক্টোবর) ভ♏োররাতে পশুর নদে সার নিয়ে ‘এমভি দেশবন্ধু’ নামে লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। ওই জাহাজꦡে উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর 𒈔নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজ। ভোররাতে দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। জাহ𒐪াজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা।